ঢাকার পল্লবীতে একজন নারী সংবাদ কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। আট জনের নাম উল্লেখ এবং আটজনকে অজ্ঞাতনামা হিসেবে মামলা করেছেন ওই নারী। ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শোর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারী একটি পত্রিকার সাংবাদিক বলে জানা যায়।
মঙ্গলবার (১৮ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি জানান, এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মোহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, ভুক্তভোগী ওই নারী সাংবাদিককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply