ঊরাসেল রানা, বাঙলা কলেজ প্রতিনিধি
রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ)।
রোববার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,২০১৭ সালের ফেব্রুয়ারিতে শিক্ষার মানোন্নয়ন এবং সময়োপযোগী শিক্ষা ব্যবস্থার লক্ষ্যে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে, বিভিন্ন প্রশাসনিক জটিলতা, পরীক্ষার দীর্ঘসূত্রিতা ও শিক্ষার্থীদের নানা দুর্ভোগের কারণে ২০২৪ সালের অক্টোবর মাসে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের প্রধান দাবি ছিল সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন করা।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ২০২৪ সালের ডিসেম্বরে একটি বিশেষ কমিটি গঠন করে। কমিটি দীর্ঘ তিন মাস ধরে সম্ভাব্যতা যাচাই, ক্যাম্পাস পরিদর্শন, পৃথকীকরণের রূপরেখা প্রণয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করে।
২০১৭ সালে অধিভুক্ত সাতটি কলেজ হলো:
১. ঢাকা কলেজ
২. ইডেন মহিলা কলেজ
৩. সরকারি বাঙলা কলেজ
৪. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
৫. শহীদ সোহরাওয়ার্দী কলেজ
৬. কবি নজরুল সরকারি কলেজ
৭. সরকারি তিতুমীর কলেজ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র প্রশাসনিক কাঠামো, একাডেমিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা শিগগিরই প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং আশা করছে, এটি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply