তানজিলা আক্তার মাসুমা
ইডেনে মহিলা কলেজ প্রতিনিধি।
দীর্ঘ ছয় মাসের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে সাত কলেজের শিক্ষার্থীদের জন্য। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ১৩ মার্চ(বৃহস্পতিবার) প্রকাশিত একটি নোটিশের মাধ্যমে আগামী ১৬ মার্চ (রবিবার) সকাল ১০টায় সাত কলেজের প্রতিনিধিদের সাথে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি হবে তা নিয়ে আলোচনা সভার আয়োজন করছে ।
উল্লেখ, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করেন। শিক্ষার্থীরা ভেবেছিলেন, এতে তাদের শিক্ষার মান উন্নত হবে। কিন্তু বাস্তবে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবহেলা, সেশনজটসহ বিভিন্ন জটিলতায় সাত কলেজের শিক্ষার্থীরা ক্রমাগত আন্দোলনে নামতে বাধ্য হন।
চলতি বছরের ২৭ জানুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাত কলেজ শিক্ষার্থীদের প্রতি অপমানজনক বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা নীলক্ষেতে বিক্ষোভ করেন। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনের তীব্রতা বাড়তে থাকায় প্রশাসন শেষ পর্যন্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। এরপর থেকে শিক্ষার্থীরা নিজেদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে লড়াই চালিয়ে যান।
দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ইউজিসি অনুমোদিত বিশেষজ্ঞ কমিটি সাত কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য সাদিয়া আফরিন মৌ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন,
“আগামী রবিবার সকাল ১০টায় সাত কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন!”
ইমরান ইমু(সোহরাওয়ার্দীয়ান,১৮-১৯) বলেন,”রবিবারের মধ্যে ৭ কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা আসতেছে ইনশাআল্লাহ”
বিশ্ববিদ্যালয় রুপান্তর কমিটির সদস্য আব্দর রহমান তার ফেসবুক পোস্টে বলেন,”নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা—আপনি কিভাবে উদযাপন করবেন?
যা বলছি, জেনে বলছি! সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। শিক্ষা সিন্ডিকেটের শোষণ থেকে মুক্ত হয়ে রাজধানীর প্রাণকেন্দ্রে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) পুরো দেশের মানুষের কাছ থেকে ইমেইলের মাধ্যমে নামের প্রস্তাব নিয়েছিল।
উর্ধ্বতন সূত্র জানিয়েছে, সাত কলেজের মডেল দেওয়া ২৮টি টিমের লিডারদের ইউজিসিতে ডাকা হবে। শিক্ষার্থীদের উপস্থিতিতে মেইলবক্স খুলে সর্বাধিক প্রস্তাবিত নামটিই জাতির সামনে উন্মোচন করা হবে। যেহেতু সাত কলেজের ক্যাম্পাসগুলো আলাদা, তাই নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই সমতা নিশ্চিত করে নাম ঘোষণা করা হবে।
এটি দেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে, যা উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে।”
সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সবাই অপেক্ষায় আছে নতুন বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক নাম ঘোষণার জন্য।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply