রাসেল রানা, বাঙলা কলেজ প্রতিনিধি
শুক্রবার (১৪ মার্চ ) আন্তর্জাতিক গণিত দিবস-২০২৫ উপলক্ষে সরকারি বাঙলা কলেজে গণিত বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়। দিনটি উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি, কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণিত বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান এবং সরকারি বাঙলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নাহিদা পারভীন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গণিতের গুরুত্ব ও তার বহুমুখী প্রয়োগ নিয়ে বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ কাউসার পপি, সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসী, সহকারী অধ্যাপক নাসরিন জাহান চম্পা, প্রভাষক প্রসেনজিৎ গায়ন এবং প্রভাষক মো. সাদেকুন নবী।
দিবসটি উদযাপনের প্রথম পর্বে এক আনন্দ র্যালির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে গণিতের গুরুত্ব তুলে ধরেন। এরপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা গণিত-সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাহিদা পারভীন বলেন, “গণিত শুধু সংখ্যা ও সূত্রের সমষ্টি নয়, বরং এটি শিল্প, সৃজনশীলতা এবং বিশ্লেষণী দক্ষতার সমন্বয়। গণিত শিক্ষার্থীদের যুক্তিবোধ এবং চিন্তাশক্তিকে শাণিত করে, যা তাদের বাস্তব জীবনে সাফল্যের পথে এগিয়ে নেয়।”
অনুষ্ঠানের শেষ পর্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে গণিত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা একত্রে ইফতার করেন।শিক্ষক ও শিক্ষার্থীদের আশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গণিতের প্রতি উৎসাহী করে তুলবে এবং তাদের জ্ঞানচর্চার পরিধি সম্প্রসারিত করবে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply