মোঃ স্বপন ব্যাপারী, লৌহজং প্রতিনিধি
গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও ধর্ষণের শাস্তির দাবিতে চন্দেরবাড়ি বাজার থেকে খানবাড়ি উত্তর থানা সংলগ্ন মহা সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুমারভোগ ইউনিয়নের শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধনে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।মানববন্ধনের প্রতিপাদ্য
নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার্থীরা তিনটি মূল দাবি উত্থাপন করেন
নারীর নিরাপত্তার নিশ্চয়তা,ধর্ষণের শাস্তি নিশ্চিত করা,সমাজে নারীদের প্রতি সহিংসতা বন্ধ করা
শিক্ষার্থীদের দাবি ও বক্তব্য হলো
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং নারীর নিরাপত্তার জন্য কঠোর আইন প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগের দাবি জানান। বক্তারা বলেন, “আমাদের বোনের রক্ত যেন হাস্যরসে পরিণত না হয়।” তাঁরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।এই কর্মসূচির আয়োজন করেন কুমারভোগ ইউনিয়নের শিক্ষার্থীরা, যারা নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণ মানববন্ধনকে আরও অর্থবহ করে তোলে এবং সমাজে নারীর অধিকার রক্ষার বিষয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
মানববন্ধনের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা একসঙ্গে উচ্চারণ করেন, “জনে জনে খবর দে, ধর্ষকদের ফাঁসি দে।” তাঁরা সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
এই মানববন্ধন সমাজে নারীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এটি নারীর প্রতি সহিংসতা রোধে গণসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের দাবি তুলে ধরে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply