মানবতার কণ্ঠ ডেস্ক
সম্প্রতি ‘ধর্ষণবিরোধী আন্দোলনের সংগ্রামী কণ্ঠ লাকী আক্তার নিহত’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি রিউমর স্ক্যানার টিমের নজরে এসেছে।
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে, ছড়িয়ে পড়া দাবিটি সঠিক নয়।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধর্ষণবিরোধী আন্দোলনে আন্দোলনকারী লাকি আক্তারের মৃত্যুর দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এ-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply