রাসেল রানা, বাঙলা কলেজ প্রতিনিধি
মাগুরায় ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৮ বছরের শিশু আছিয়া। এই নির্মম ঘটনার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল। শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর কলেজ মাঠে গায়েবানা জানাজা শেষে ছাত্রদল নেতৃবৃন্দ এই দাবি জানান।
শিশু আছিয়া গত ৬ মার্চ মাগুরায় তার বোনের বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণের শিকার হয়। পরদিন (৭ মার্চ) তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে একে একে ফরিদপুর মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ এবং সবশেষে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় তার মৃত্যু হয়।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মোখলেছুর রহমান বলেন, “শিশু আছিয়ার নির্মম হত্যাকাণ্ড আমাদের বিবেককে নাড়া দিয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। অন্যথায়, ছাত্রদল দেশের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, “আমরা চাই, আছিয়ার পরিবার দ্রুত বিচার পাক। বাংলাদেশে যেন কোনো শিশু এমন নির্যাতনের শিকার না হয়, সেটি নিশ্চিত করতে হবে।”
জানাজা শেষে ছাত্রদল নেতাকর্মীরা শপথ নেন যে, তারা আছিয়া হত্যার বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা শোক প্রকাশের পাশাপাশি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply