মানবতার কণ্ঠ ডেস্ক
রাসেল রানা, বাঙলা কলেজ প্রতিনিধি
রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজ। মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক এই কলেজটিতে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী থাকলেও তাদের জন্য নেই পর্যাপ্ত যাতায়াত ব্যবস্থা। শিক্ষার্থীদের জন্য মাত্র দুটি বাস থাকায় প্রতিদিন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর তুলনায় দুটি বাস অত্যন্ত অপ্রতুল, যার মধ্যে একটি বাসের অবস্থা নাজেহাল। দীর্ঘদিন বাস দুটি বন্ধ থাকলেও বর্তমানে সাভার রুটে একটি বাস চলাচল করছে। শিক্ষার্থীরা বহুবার কলেজ প্রশাসনের কাছে এই সমস্যা সমাধানের আবেদন জানালেও আশানুরূপ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাসসংকট নিরসন শিক্ষার্থীদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবিতে পরিণত হয়েছে।
২০২২ সালের ২২ অক্টোবর বাঙলা কলেজের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও থার্মেক্স গ্রুপের এমডি আবদুল কাদির মোল্লা শিক্ষার্থীদের জন্য ৪-৬টি বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে দীর্ঘ সময় পার হলেও সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি। এতে শিক্ষার্থীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
এ বিষয়ে ফিনান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী নওশীন শারমিলি বলেন, “লোকাল বাসে যাতায়াত করতে গিয়ে আমরা সময়মতো ক্লাসে পৌঁছাতে পারি না। অনেক সময় বাসগুলো হাফ ভাড়া নিতে চায় না, যা আমাদের জন্য বড় সমস্যা সৃষ্টি করে।”
ইতিহাস বিভাগের আরেক শিক্ষার্থী নাফিজ আন্নান অর্ণব বলেন, “বাসসংকট শুধু শিক্ষার্থীদের সমস্যা নয়, এটি পুরো কলেজের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাঝে মাঝে সময়মতো ক্লাসে ও পরীক্ষার কেন্দ্রে আমরা পৌঁছাতে পারিনা। যেটা আমাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলে।তাই প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।”
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ বলেন, “আমি যখন ক্যাম্পাসে এসেছিলাম, তখন এখানে মাত্র একটি বাস ছিল। এরপর আমি আরেকটি বাসের ব্যবস্থা করেছি, যা এখন সাভার-কলেজ রুটে চলাচল করছে। মজিদ মোল্লা ফাউন্ডেশন বাস দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। তবে আমরা সক্রিয়ভাবে এই সমস্যার সমাধানে কাজ করছি।”
দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা বাসসংকট নিরসনের দাবি জানিয়ে আসছে। তাদের মতে, দ্রুত বাসের সংখ্যা বাড়ানো হলে যাতায়াতের দুর্ভোগ কমবে এবং তারা নির্বিঘ্নে শিক্ষাজীবন চালিয়ে যেতে পারবে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply