রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগে দুর্বৃত্তরা রুহুল আমিন(৫৫) নামে এক মুদি ব্যবসায়ীর দুই হাতের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার ভোর ৬টার দিকে শান্তিবাগ পানির পাম্পের কাছে এ ঘটনা ঘটে। পরে সকাল ৮টার পর আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রুহুল আমিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি শাজাহানপুর এলাকায় ভাড়া থাকেন বলে জানিয়েছেন স্বজনেরা।
আহত মুদি ব্যবসায়ীর শ্যালক আমানুল্লাহ জানান, শান্তিবাগ পানির পাম্পের কাছেই মুদি দোকানের ব্যবসা করতেন তাঁর ভগ্নিপতি। রোববার ভোর ছয়টার দিকে দোকান খুলেছিলেন তিনি। এ সময় অজ্ঞাত পরিচয়ের ২থেকে ৩ জন দুর্বৃত্ত দোকানে এসেই রুহুল আমিনের চোখ বেঁধে ধারালো ছুরি দিয়ে তাঁর দুই হাতের রগ কেটে দেয়।
আমানুল্লাহ বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত রুহুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে তাঁর।’
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply