মানবতার কণ্ঠ ডেস্ক
ঝালকাঠি শহরে ইফতারির সময় বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা হয়েছে। এসময় জনতার ধাওয়ায় ডাকাত দল পালিয়ে যায়। ডাকাতের ছোড়া বোমায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। আজ রোববার শহরের ডাক্তারপট্টি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ডাক্তারপট্টি এলাকার মাহামুদুল হাসান আদিল (৩৭) , প্রণব কুমার নাথ ভানু (৬০), মানিক মালো (৩৫)। এরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের সময় ডাক্তারপট্টি এলাকায় একটি পিকআপ গাড়িতে এসে বোমা ফাটিয়ে ডাকাতির চেষ্টাকালে দোকান মালিকরা ডাক চিৎকার দিলে জনতা ডাকাত দলকে ধাওয়া দেয়। এসময় ডাকাত দল পিকআপ থেকে বোমা নিক্ষেপ করে জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা বোমা ফাটাতে ফাটাতে ফায়ার সার্ভিস মোড় হয়ে বরিশালের দিকে চলে যায়। ডাক্তারপট্টি সড়কটি শহরে স্বর্ণকার পট্টি হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে স্বর্ণের দোকান ডাকাতি করাই ডাকাত দলের উদ্দেশ্য ছিল।
প্রত্যক্ষদর্শী রিপন ভূঁইয়া বলেন, ‘আমরা বাসার সামনে দাঁড়িয়ে আছি এসময় একটি নীল রঙের পিকআপ জনতার ধাওয়া খেয়ে পূর্ব দিকে আসতে ছিল। আমরা পিকআপটি আটকানোর চেষ্টাকালে পিকআপ থেকে বোমা নিক্ষেপ করা হয়। এসময় আমরা সরে এলে পিকআপটি শহরের ফায়ার সার্ভিস মোড় হয়ে বরিশালের দিকে চলে যায়।’
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply