মানবতার কণ্ঠ ডেস্ক
সংযম ও সহমর্মিতার সঙ্গে দেশবাসীকে একসঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে প্রথম রমজানে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতারের আয়োজনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘রমজানের পবিত্রতা রক্ষায় সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। রমজান সংযম করতে শেখায়, কীভাবে মানুষ ও আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াতে হয়, সে বিষয়ে শিক্ষা দেয়।’
এসময় সারা বিশ্বের মতো একইদিনে বাংলাদেশেও রোজা ও ঈদ উদ্যাপন করা যায় কিনা তা ভেবে দেখতে ওলামা-মাশায়েখদের আহ্বান জানান তিনি
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply