মানবতার কণ্ঠ ডেস্ক
সাভারে ঢাকা–আরিচা মহাসড়কে চলন্ত বাসের ভেতর যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।
আজ রোববার বেলা দুইটার দিকে ঢাকায় আসার পথে সাভারের ব্যাংক টাউন এলাকার সেতু থেকে একটু সামনে রাজধানী পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ থেকে ২৫ যাত্রীর মুঠোফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেন ডাকাতেরা
সন্ধ্যায় এ বিষয়ে কথা হয় নাজমুল হাসান নামের বাসটির ভুক্তভোগী এক যাত্রীর সঙ্গে। তিনি জানান, রাজধানী পরিবহনের একটি বাসে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। পরে বেলা দুইটার দিকে বাসটি ব্যাংক টাউন এলাকার সেতু পার হলে দুজন যাত্রী নামার জন্য বাসটি থামান। কিন্তু ওই দুজন বাস থেকে নামেননি; বরং আরও তিন থেকে চারজন চাপাতিসহ বাসে ওঠেন। এ সময় তাঁরা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে যাত্রীদের মুঠোফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন।
নাজমুল হাসান বলেন, ‘ডাকাতেরা মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে সবার কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নিয়ে বাস থেকে নেমে যান। তাঁরা ২৫ থেকে ৩৫ বছর বয়সী যুবক ছিলেন। আমার কাছে থাকা দুটি মুঠোফোনের মধ্যে অ্যান্ড্রয়েড সেটটি তাঁরা নিয়ে গেছেন। আমি টেকনিক্যাল মোড়ে বাস থেকে নেমে যাই। বাসের নম্বরটি ছিল ঢাকা মেট্রো ব-১৩০৪৯৮। বাস থেকে নেমে আমি টেকনিক্যাল মোড়ের পুলিশের সঙ্গে যোগাযোগ করি এবং জাতীয় জরুরি সেবা–৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানাই। আমার মুঠোফোনের জন্য আমি থানায় জিডি করব।’
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply