লৌহজং প্রতিনিধ -মোঃ স্বপন বেপারী
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর হলদিয়া গোয়ালিমান্দ্রা সংলগ্ন কারপাশা চকে ফসলি জমির মাটি কেটে পুকুর ও পকেট তৈরি করা হচ্ছে। প্রায় দুই একর জমিতে সদ্য রোপণ করা সবুজ ধানের গাছসহ মাটি কেটে ফেলার অভিযোগ উঠেছে।
শনিবার দুপুর সরজমিনে গিয়ে দেখা যায়, একটি বড় ভেকু মেশিন দিয়ে ধানক্ষেত কেটে গভীর গর্ত তৈরি করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, এই জমি কৃষিকাজের উপযোগী থাকলেও জোরপূর্বক পুকুর ও পকেট খনন করা হচ্ছে।
ভেকুর চালকের সঙ্গে কথা বললে তিনি জানান, পাশেই একটি বড় গার্মেন্টস ফ্যাক্টরি নির্মাণ করা হবে, যার জন্য জমির মালিক নিজেই মাটি কাটাচ্ছেন।
এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, হাজী মতিউর রহমান তার নিজের জমির মাটি কেটে সেখানে ভরাট করে গার্মেন্টস নির্মাণের পরিকল্পনা করছেন। তবে তারা আশঙ্কা করছেন, ফসলি জমি এভাবে ধ্বংস হলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।
এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নেছার উদ্দিন বলেন, “ফসলি জমির মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। বিষয়টি আমরা নজরে এনেছি এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, জমির মালিক হাজী মতিউর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে স্থানীয়দের দাবি অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার ফলে কৃষিজমি কমে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে কৃষি ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই স্থানীয়দের দাবি, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply