মানবতার কণ্ঠ ডেস্ক
২০২৪ সালে ভারত সফরে গিয়ে সাবেক ক্রিকেটার সাকিব আল হাসান টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। যদিও তিনি মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু রাজনৈতিক কারণে শেষে বাংলাদেশে ফিরতে পারেননি। ইতোমধ্যে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায়, সাকিব এখন সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে অংশগ্রহণ করবেন।
১০ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ান স্টারস আসর, যেখানে সাকিব ছাড়াও, বাংলাদেশি আরেক ক্রিকেটার অলক কাপালি ও শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম ও আফগানিস্তানের হামিদ হাসান একত্রে মাঠে নামবেন।
আগামী ১২ মার্চ বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিব এবং কাপালিকে, যা এই আসরের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত হতে যাচ্ছে।
বাংলাদেশ থেকে যে দল অংশ নেবে, যার নাম হবে বাংলাদেশ টাইগার্স। এই দলের হয়ে সাবেক তারকা, যেমন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলসহ অনেকেই অংশগ্রহণ করবেন। দলের বাকি সদস্যদের মধ্যে নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন রয়েছেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply