মোঃ জাহিদ হাসান, মুন্সীগঞ্জ প্রতিনিধি, মানবতার কণ্ঠ ডেস্ক
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় বিপুল পরিমাণ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে।
শুক্রবার রাত ১২:৩০ মিনিট থেকে সকাল ৬:০০ টা পর্যন্ত চালানো এই অভিযানে ১টি ট্রাক ও ১টি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে আনুমানিক ৮০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাছের বাজার মূল্য প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা।
কাউকে আটক করা যায়নি: জব্দকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ধ্বংস করা হয়েছে চিংড়ি: স্বাস্থ্য ঝুঁকির কারণে জব্দকৃত চিংড়িগুলো যথাযথ প্রক্রিয়ায় পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র মৎস্য অফিসের কর্মকর্তারা জানান, জেলি পুশকৃত চিংড়ি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের প্রতারণা রোধে ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply