রাসেল রানা, বাঙলা কলেজ ক্যাম্পাস প্রতিনিধি , দৈনিক মানবতার কণ্ঠ।
আজ (২৩ ফেব্রুয়ারি) বাঙলা কলেজের মূল ফটকের সামনে দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি খুন, ধর্ষণ ,ছিনতাইসহ আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,বাঙলা কলেজ শাখা
উক্ত প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্র ঘোষিত বাঙলা কলেজ শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। প্রতিবাদ মিছিলে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সরকারকে আহ্বান জানায় দ্রুত এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। তারা সরকারকে মনে করিয়ে দেন অনেক রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসেছে। দেশে আর একটিও ধ*র্ষ*ণ দেখতে চায় না তারা। দেশের এই বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা দেখে তারা উদ্বেগ প্রকাশ করেন।
প্রতিবাদ মিছিলে বাঙলা কলেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদ হাসান ফরহাদ বলেন,”আজ ধর্ষণের পর যারা ভাবছেন আমার বোনের সাথে ও মায়ের সাথে তো হয়নি তাই আমার ধর্ষণের বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন নাই। আগামীকাল দেখবেন আপনার বোনের সাথে ও মায়ের সাথে হয়েছে কিন্তু এর বিরুদ্ধে দাঁড়ানোর লোক খুঁজে পাবেন না। সুতরাং এই পরিস্থিতিতে আপনি আপনার কণ্ঠস্বর শক্ত করুন এবং প্রতিবাদ সমুন্নত রাখুন।
তিনি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আরো বলেন,”আপনি ধর্ষণ খুন হত্যা জিরো করতে পারবেন না। ধর্ষণ খুন ও হত্যাকারীদের আপনি দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন। যদি আইনের আওতায় নিয়ে আসেন তাহলেই অপরাধ কমে আসবে। কিন্তু আপনি যদি ঐ এসি রুমে বসে ভাবেন গত ১৫ বছর যেমন কেউ কথা বলেনি এখনো কেউ কথা বলবে না তাহলে আপনি ভুলের স্বর্গে বসবাস করছেন।
পরিশেষে, বক্তারা দল-মত নির্বিশেষে সবাইকে ধর্ষণ, খুন অন্যায়ের বিরুদ্ধে এক হয়ে দাঁড়ানোর আহ্বান জানান। দলমত নির্বিশেষে একটা সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন সমাপ্ত ঘোষণা করেন তারা।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply