মোঃ জাহিদ হাসান।
লৌহজং প্রতিনিধি
লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে তিন ধাপে, ৫২ এর ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি পুষ্পার্পণ করা হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নেসার উদ্দিন সাহেবের নেতৃত্বে উপজেলার সকল স্টাফ ও উপজেলার বিভিন্ন হাই স্কুল এর ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রভাত ফেরিছ্ন্দ মধ্যদিয়ে আয়োজনটি শুরু করা হয়। প্রভাত ফেরী শেষ করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টাফ ও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্পার্পণ করেন। উপজেলা কর্মকর্তাদের শ্রদ্ধা জ্ঞাপন শেষ হলে। শহিদ মিনারে ফুল দিয়ে ভাসা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলার গণমাধ্যম কর্মীরা। গণমাধ্যমের কর্মসূচি শেষ হলে, চলে আসেন রাজনৈতিক নেতৃবৃন্দরা ভাসা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য উপজেলা শহীদমিনারে নেতৃবৃন্দদের সাথে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত আহব জনাব মিজানুর রহমান সিনহা। ও পরবর্তীতে বিএনপি-র অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা ধারাবাহিক পুষ্পার্পণ করেন শহীদ মিনারে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply