রাসেল রানা, বাঙলা কলেজ ক্যাম্পাস প্রতিনিধি, দৈনিক মানবতার কণ্ঠ।
জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের মিরপুর থানা বনাম ক্যান্টনমেন্ট থানার মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
রাজধানীর সরকারি বাঙলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়ে গেল জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের মিরপুর থানা ও ক্যান্টনমেন্ট থানার মধ্যকার ম্যাচটি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় খেলা শুরু হয়।
টুর্নামেন্টের দর্শক সারিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক।
শুরুতেই ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন,”আমরা যাতে মানুষের মৌলিক চাহিদা গুলো পূরণ করতে পারি। অর্থাৎ স্বাস্থ্যসেবা, শিক্ষা ইত্যাদি আমরা যাতে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে পারি এটাই বিএনপির রাজনীতি। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে এদেশের সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণকে সাথে নিয়ে বিএনপি আগামীতে সুন্দর সমাজ গড়বে।
এছাড়া টুর্নামেন্টে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোখলেসুর রহমান ও সদস্য সচিব ফয়সাল রেজা।
এদিকে দর্শকদের দুর্দান্ত এক ম্যাচ উপহার দেন মিরপুর থানা ও ক্যান্টনমেন্ট থানার খেলোয়াড়েরা। আক্রমণ,প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। দুটি দলই গোলের সম্ভাবনা তৈরি করলেও সেগুলো আর গোলে পরিণত করতে পারেনি। তাই ড্র (স্কোরলাইন ০-০) নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply