তানজিলা আক্তার মাসুমা
ইডেন কলেজ ক্যাম্পাস প্রতিনিধি
ঢাকা, ২১ ফেব্রুয়ারি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইডেন কলেজে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলেজ প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ৭টায় জাতীয় পতাকা অর্ধনমিত রেখে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কলেজের অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় কলেজের সহ-শিক্ষা সংগঠনগুলি, যেমন বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, ইডেন কলেজ সাংবাদিক সমিতি, ইডেন কলেজ সাংস্কৃতিক সংগঠন ইত্যাদি উপস্থিত ছিলেন। রাজনৈতিক ছাত্র সংগঠনগুলির মধ্যে ইডেন কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র শিবির, ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভাষা আন্দোলনের ইতিহাস, বাংলা ভাষার গুরুত্ব, এবং বর্তমান প্রেক্ষাপটে মাতৃভাষার চর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন ইডেন কলেজের অধ্যক্ষ ও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। বক্তারা বলেন, “২১শে ফেব্রুয়ারি আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠার একটি চিরন্তন প্রতীক। এই দিনটির গুরুত্ব শুধু ভাষার জন্য সংগ্রামকে স্মরণ করা নয়, বরং আমাদের মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন।”
এদিন কলেজের শিক্ষার্থীরা জানান, “২১শে ফেব্রুয়ারি আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠার দিন। আমরা এই দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং মাতৃভাষার চর্চা অব্যাহত রাখার প্রতিশ্রুতি নিই।”
ইডেন কলেজের আয়োজনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা শিক্ষার্থীদের মধ্যে আরও গাঢ় হয়েছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply