আদালত কক্ষেই গুলি করে এক শীর্ষ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। যিনি ওই সন্ত্রাসীকে গুলি করেন, তাঁর পরণে ছিল আইনজীবীর পোশাক। শ্রীলঙ্কার এক আদালতে এ ঘটনা ঘটেছে। গত বুধবার হওয়া এ ঘটনা নিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আদালতের ভেতরে আইনজীবীর পোশাক পরিহিত এক ব্যক্তি গত বুধবার এক শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘাতক আইনজীবীর ছদ্মবেশ ধরে আদালতে ঢুকেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত ওই সন্ত্রাসীর নাম সঞ্জিবা কুমারা সামারারত্নে। তাঁকে শুনানির জন্য আদালতে আনা হয়েছিল। তাঁর বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ ছিল।
শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, ঘাতক একটি রিভলবার ব্যবহার করেছিল, যা চোরাচালানের মাধ্যমে তার হাতে পৌঁছায়। আর এতে সহযোগিতা করেছিল এক নারী, যাকে এখনো শনাক্ত করা যায়নি।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply