মানবতার কণ্ঠ ডেস্ক
মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সংস্কারের ট্যাবলেট কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
এ সময় সাইফুল হক বলেন, ‘অনেক কমিশন হলো, বৈষম্য বিলোপের বিষয় কোনো কমিশন হয়নি। আর এ কারণে প্রকৃত সংস্কার হবে না।
আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। তিনি বলেন, কেননা গেল ১৬ বছর মানুষ ভোট দিতে পারে নাই।
সাইফুল হক বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। ছয় মাস পার হলেও তারা সিন্ডিকেট ভাঙতে পারে নাই। নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নেই। রমজানের আগে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। আইনশৃংখলা পরিস্থতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। সন্ধ্যার পর মানুষ বাইরে বের হতে ভয় পায়।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply