আন্তর্জাতিক ডেস্ক:
মহাকুম্ভগামী ট্রেনে উঠতে ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের ভিড় এবং ধাক্কাধাক্কিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পদদলিতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। ভারতীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৪ শিশু ও ১১ নারী রয়েছে। স্থানীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে দুটি প্ল্যাটফর্মে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড় ছিল। প্ল্যাটফর্ম দুটিতে ট্রেন দেরিতে আসলে তাড়াহুড়া করে ট্রেনে উঠতে থাকেন পুণ্যার্থীরা। এতে সেখানে পদদলনের মতো ঘটনা ঘটে।
তবে, এ তথ্য গুজব বলে অস্বীকার করেছে রেল কর্তৃপক্ষ।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
এর আগে গত মাসে ভারতের উত্তরপ্রদেশে কুম্ভমেলায় পদদলিত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply