মোঃ স্বপন বেপারী-লৌহজং প্রতিনিধি
শনিবার সকাল ৯ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে নিমতলা এলাকায় মাওয়া গামী, গ্রীন ঢাকার পেছনে সুরভি পরিবহনের ধাক্কায় গ্রীন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়জিত প্রেট্রল গাড়ির পেছনের দিকে ধাক্কা লাগে এতে তিনটি গাড়ির খয় ক্ষতি সহ সুরভি গাড়ীর প্রায় ১২,জন যাত্রী আহত হয়।
দূর্ঘটনাটি হওয়ার পরে দেখা যায় প্রায় ৪০ মিনিট যাবত আধা কিলোমিটার রাস্তা জ্যাম হয়ে ছিলো। পরবর্তীতে হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ফোর্স পাঠিয়ে যানজট নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলেন দুর্ঘটনায় কিছু সংখ্যক লোক আহত হয়েছে কেউ মারা যায়নি। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো উদ্ধার করে থানায় আনা হবে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply