মানবতার কণ্ঠ ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় ট্রাকের সাথে একটি মিনিট্রাকের সংঘর্ষের ঘটনায় মিনি ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত মিনি কামাল হাওলাদার (২৫)। তিনি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা বাঁশবুনিয়া গ্রামের নূরে আলম হাওলাদারের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে চট্টগ্রামগামী লেনে রডভর্তি একটি ট্রাক ইউটার্ন নিচ্ছিল।
এসময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক রডভর্তি ওই ট্রাকের পিছনে ধাক্কা দিলে দুইটি গাড়িই উল্টে যায়। এতে মিনিট্রাকের চালক গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির নিচ থেকে নিহত মিনি ট্রাকচালকের লাশ উদ্ধার করে।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর জুলহাজ উদ্দিন বলেন, নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply