মো .স্বপন বেপারী , টঙ্গীবাড়ী।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের ব্রিজের ওপর পার্কিং করা গাংচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা কিশোর হেলপার সাহাবির মিয়া (১৪) পুড়ে মারা গেছে।
নিহত সাহাবির মিয়া লৌহজং উপজেলার পালগাঁও পাঠানবাড়ির বাসিন্দা সোহেল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে, আনুমানিক আড়াইটার দিকে, হঠাৎ বাসে আগুন দেখতে পান তারা।
ফায়ার সার্ভিসের তৎপরতা ও পুলিশি তদন্ত
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসের ভেতরে থাকা কিশোর হেলপার দগ্ধ হয়ে মারা যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে টঙ্গীবাড়ী থানা পুলিশে হস্তান্তর করা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিহতের মা মুন্নি বেগম জানান, তার স্বামী প্রবাসে থাকেন এবং ছেলে সাহাবির পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার জন্য কাজ করত। দুই বছর ধরে সে বিভিন্ন গাড়ির হেলপারের কাজ করছিল এবং এক বছর ধরে গাংচিল পরিবহনের এই বাসে কর্মরত ছিল। রাতে বাসেই ঘুমানোর অভ্যাস ছিল তার।
পরিবারের দাবি, তারা কখনোই সাহাবির খোঁজ-খবর রাখত না, কারণ সে নিয়মিত বাড়ি আসত না। মায়ের আর্তনাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
থানা পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা কোনো অসাবধানতা থেকে আগুন লাগতে পারে বলে ধারণা।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply