মানবতার কণ্ঠ ডেস্ক
টিসিবির কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের শঙ্কা থাকায়, কিছু কার্ড বাদ দিয়ে নতুন করে তালিকা করছে টিসিবি।
সারাদেশ ব্যাপী টিসিবি থেকে কার্ডের মাধ্যমে প্রায় এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে সরকার, সেটি সমাজ তথা দেশের সাধারণ জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা তথা সামগ্রীক দ্রব্য মূল্যের ভারসাম্য বজায় রাখতে অগ্রনী ভূমিকা পালন করতে একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে বিগত সরকারের সময়ে এই কার্ড বিতরণ এবং ডিলার নির্ধারণের প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন বর্তমান সরকারে বানিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
এই কার্যক্রমের প্রধান লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষকে স্বস্তি প্রদান। এই লক্ষ্যে টিসিবির জন্য বছরে সাড়ে ১১ হাজার কোটি টাকার একটি বাজেট রয়েছে। টিসিবিকে সরকার সাড়ে চার হাজার কোটি টাকার বেশি ভর্তুকি দিয়ে থাকে, সারা দেশে টিসিবির ১৬টি অফিস রয়েছে; যাতে ড্রাইভার-দারোয়ানসহ সব মিলিয়ে ১৪২ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এই জনবল ও কার্যক্রমের জন্য ১১ হাজার কোটি টাকার বাজেট থাকার বিষয়টি হাস্যকর।’
ইতিমধ্যে এক কোটি পরিবারের কার্ডের মধ্যে ৫৬ থেকে ৫৭ লাখ কার্ডধারীকে নির্দিষ্ট করা হয়েছে। বাকি কার্ডগুলোকে বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া পুরোনো কার্ডের পরিবর্তে নতুন স্মার্ট কার্ড আনা হচ্ছে।
খবর নিয়ে জানা যায়, নানা অনিয়মের কারণে টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ড থেকে ৫৭ লাখ বাতিল করা হয়েছে। বাকি কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তর করা হয়েছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply