কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি।
কমিটি ঘোষণা করাকে কেন্দ্র করে ২৪ তারিখ থেকে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের আন্দোলন চলছে।
গত ০২ তারিখ সন্ধ্যা সারে ৭ টায় পদবঞ্চিত নেতারা কবি নজরুল সরকারি কলেজের একমাত্র হল শহীদ শামসুল আলম ছাত্রাবাসে জাহাঙ্গীর হোসেন নামের এক ছাত্রনেতার খোঁজ খবর নিতে পৌঁছান।
পদবঞ্চিতদের উপস্থিত টের পেয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক ফাহিম হলের দুতলার ২০৮ নাম্বার রুমের বেলকুনি দিয়ে ঝাপদিয়ে পালানোর চেষ্টা করে ।
আর অন্য দিক দিয়ে নবগঠিত কমিটির সদস্য সচিব নাজমুল হাসান দৌড়ে পালায়ন করেন।
পদবঞ্চিত নেতাদের মধ্যে কথা হয় কয়েকজনের সঙ্গে তারা বলেন আমাদের উপস্থিত টের পেয়ে তারা পালায় এবং পরে গিয়ে মাথা ও পায়ে আঘাত পান।
পদবঞ্চিত নেতারা বলেন কমিটি হওয়ার পর থেকে নতুন কমিটি এখন পর্যন্ত কলেজে প্রবেশ করতে পারেনি। আমাদেরকে তারা পরিকল্পিত ভাবেই কমিটি থেকে বাদ দিয়েছে।
পদবঞ্চিতরা আরও অভিযোগ করেন রাকিব আর নাছির কারো কোন মতামত না নিয়ে এই কমিটি অনুমোদন করেন। কারানির্যাতিত, ত্যাগী, হামলা মামলায় যেসকল নেতারা জর্জরিত তাদেরকে বাদ দিয়েছে। প্রাইভেট ডিগ্রির ২০১৩- ১৪ সালের শিক্ষার্থী ফাহিমকে ছাত্রদলের সাধারন সম্পাদক নাছির আহ্বায়ক বানিয়েছেন। ফাহিম নাছিরের অনুসারী আর
সদস্য সচিব নাজমুলের কোন কর্মী নেই। তিনি একমাত্র লোক যার কোন কর্মী না থাকা সত্বেও ছাত্রদলের সভাপতি রাকিব তাকে সদস্য সচিব বানিয়েছেন ।
স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাজীব আহসানের লোক হিসেবে সবাই জানে নাজমুলকে সদস্য সচিব করতে রাজীব আহসান বেশি ভুমিকা ছিলো।
আমাদের দাবি যৌক্তিক। আমাদের দাবি যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন আন্দোলন করবো। নতুন কমিটিকে কোন ভাবে আমরা কলেজে প্রবেশ করতে দিবো না।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের ২৬ সদস্য আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।
Leave a Reply