রাজধানীর বারিধারায় ইন্ট্রাকো কনভেনশন হলে অনুষ্ঠিত SSC ৯৯ সমগ্র বাংলাদেশ এর বাৎসরিক মিলনমেলায় সাকিনা কাইউমের লেখা ও সুর করা গান জাদু পাখি দর্শকদের হৃদয় ছুঁয়ে গেল।
গতকাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গানটির কণ্ঠশিল্পী সময় ও সাকিনা কাইউম। তারা মঞ্চে গানটি পরিবেশন করেন, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। গানটির সাবলীল কথা, মনোমুগ্ধকর সুর এবং কণ্ঠশিল্পীদের গায়কী দর্শকদের হৃদয় জয় করে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাকিনা কাইউম বলেন, “সাবলীল মিষ্টি প্রেমের এই গানটি মূলত নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে প্রিয় হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। আমি আশা করি, এই গানটি মানুষের হৃদয়ে দোলা দেবে।”
গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ও প্রশংসায় বোঝা যায়, গানটি আসন্ন সময়ে আরও জনপ্রিয় হয়ে উঠবে।
Leave a Reply