মানবতার কণ্ঠ ডেস্ক
নরসিংদীর মাধবদী থানায় আসামি ছিনিয়ে নিতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাইয়ের আসামি ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা থানায় এ হামলা চালায়। এ সময় তারা থানার ভেতর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে থানার জানালার কিছু গ্লাস ভেঙ্গে যায়। তবে কোনো পুলিশ সদস্য আহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হামলার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. কলিমুল্লাহ বলেন, ‘দুটি কারণে থানায় হামলা হতে পারে। প্রথমত, আমাদের মাধবদী থানা পুলিশ ডাকাতির একটি মামলায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেপ্তার করে। তাদেরকে ছিনিয়ে নিতে এ হামলা হতে পারে। দ্বিতীয়ত, রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, এটি নিয়ে যেতেও হামলার ঘটনা ঘটতে পারে।’
তিনি বলেন, ‘যারা হামলা চালিয়েছে তারা সবাই স্থানীয় বাসিন্দা। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ বলা যাচ্ছে না। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply