মানবতার কণ্ঠ ডেস্ক
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে পৌঁছেছে। আজ রোববার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় জিওলা প্রদেশের মুয়ান শহরে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদন বলছে, দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আল জাজিরা জানিয়েছে, ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু বহনকারী উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিধ্বস্ত হয়েছে। ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
স্থানীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, থাইল্যান্ড থেকে ফেরার সময় সকাল ৯টার দিকে দুর্ঘটনায় পড়ে জেজু এয়ারের ২২১৬ ফ্লাইটটি। ল্যান্ডিং গিয়ারে পাখি ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে।
অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের বরাত দিয়ে ইয়োনহাপ জানায়, দুর্ঘটনায় ৬২ জন নিহত হয়েছে। জরুরি পরিষেবাগুলো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। আর নিউজ ওয়ান জানিয়েছে, কতৃৃপক্ষ ৬২ জনের নিহেতর তথ্য নিশ্চিত করেছে।
এরআগে অবশ্য গার্ডিয়ানসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রাথমিক পর্যায়ে নিহত সংখ্যা ২৩ এবং পরে এই সংখ্যা ৪৭ বলে জানিয়েছিল। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নিহতের সংখ্যা
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে আল জাজিরার রব ম্যাকব্রাইড জানিয়েছেন, ফ্লাইটটি ব্যাংকক থেকে ফিরেই দুর্ঘটনায় পড়ে। ল্যান্ডিং গিয়ারে কিছু ত্রুটি ছিল বলে মনে হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক মুয়ান বিমানবন্দরে উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন।
ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটিতে থাকা যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার এবং দুইজন থাই নাগরিক ছিলেন। বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি।
দক্ষিণ কোরিয়ার দমকল বাহিনী বিবৃতিতে বলেছে, ৮০ দমকলকর্মী এবং ৩০টিরও বেশি দমকল ট্রাক দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
Leave a Reply