নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনার সরকারের সময় চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কারসহ তিন দফা দাবিতে ঢাকা সেনানিবাসে প্রবেশ পথের সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের প্লাটফর্ম ‘সহযোদ্ধা’র ব্যানারে তারা শহীদ জাহাঙ্গীর গেটের সামনে সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজ ও অফিসগামী মানুষ। বেলা ১টার পরেও সাবেক সেনা সদস্যদের সড়ক অবস্থান চলছিল।
আন্দোলনরতদের তিন দফা দাবি হলো- চাকরিচ্যুতির সময় থেকে এ পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল, যদি কোনো সশস্ত্র বাহিনী সদস্যের চাকরি পুনর্বহাল সম্ভব না হয়, তাহলে তাকে সরকারি সব সুযোগ-সুবিধাসহ পেনশনের আওতাভুক্ত করা এবং সশস্ত্র বাহিনী সদস্যদের চাকরিচ্যুত করার বিচার ব্যবস্থার সংস্কার করা।
Leave a Reply