থার্টি ফার্স্ট ডিসেম্বর, নাও অর নেভার’। শনিবার সন্ধ্যার পর থেকে হঠাৎই ফেসবুকে এমন স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকেই এমন পোস্ট দেন।
একই ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও।
সেই পোস্টে তিনি লিখেন, ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’। এর ঠিক কিছু আগেই আরেক পোস্টে তিনি লিখেন- ‘কমরেডস, নাও অর নেভার’ অর্থাৎ এখন না হলে কখনোই না।
এরপরই সবার মাঝে প্রশ্ন উঠেছে ৩১শে ডিসেম্বর আসলে কী হচ্ছে?
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply