কব নজরুল সরকারি কলেজ প্রতিনিধি
আজ শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় লক্ষ্মীবাজার এলাকায় কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ করে কলেজ ছাত্রদলের পদ বঞ্চিত কয়েকশত নেতাকর্মীরা। সন্ধ্যায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের মূল ফটক ভিক্টোরিয়া পার্ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রদক্ষিন করে ছাত্রদলের কর্মীরা কলেজের সামনে অবস্থান নেয়। এসময় পদবঞ্চিতদের মিছিলের সামনে ককটেল ছোড়া হয়। ককটেল বিস্ফোরণের আওয়াজে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিছিলের সামনে ৩ টা ককটেল বিস্ফোরণ ঘটায়।
পদবঞ্চিতদের অভিযোগ, আমাদের মিছিলে কাপুরুষোচিত ককটেল হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করতে চায়। তারা আরো বলেন নবগঠিত আহ্বায়ক কমিটিতে যোগ্য নেতাদের বাদ দিয়ে কেন্দ্রীয় নেতারা পক্ষপাতিত্ব করেছেন। তাদের দাবি, প্রকৃত ত্যাগী ও যোগ্য কর্মীদের বাদ দিয়ে সুবিধাভোগীদের জায়গা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার মোঃ বেল্লাল হোসেন বলেন, সন্ধ্যার দিকে ছাত্রদলের কর্মীরা কলেজের সামনে বিক্ষোভ করে। এসময় তারা কলেজের গেটের সামনে টায়ার জ্বালিয়ে নানারকম স্লোগান দেয়।
তবে ককটেল বিস্ফোরণের স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় । তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
উল্লেখ, গত সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কবি নজরুল সরকারি কলেজ শাখার ২৬ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ইরফান আহমেদ ফাহিমকে এবং সদস্য সচিব নাজমুল হাসানকে।
Leave a Reply