মানবতার কণ্ঠ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গর্তে ঢুকিয়ে একজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। আগুনে তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে মাথা একেবারেই ছিল না। হাতে চুড়ি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে। ফারহান চিহ্নিত মাদক কারবারি।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাতটার দিকে হাঁস খুঁজতে গিয়ে শাহনেওয়াজ ভুইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ আসে। হাঁসের মালিক দুই ভাই এনামুল, রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কী আছে দেখতে চাইলে ফারহান রনি পাতা পোড়া দিয়েছে বলে জানায়। তারপরেও তারা দেখতে চাইলে ফারহান ক্ষুব্ধ হয়ে তাদের মারার হুমকি দেয়। এতে সন্দেহ বাড়লে তারা গ্রামবাসীকে খবর দেয়। পরে গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা একটি মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিয়ে মরদেহ বের করে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply