ব্যবহারকারীদেরকে আরও ভালো সেবা দিতে, তাদেরকে আকৃষ্ট করতে নিয়মিতই নতুন নতুন বিভিন্ন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। নিত্যনতুন সব ফিচারের কল্যাণে ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে বাজারে নিজেদের জনপ্রিয়তা বেশ ভালোভাবেই ধরে রাখতে পেরেছে তাঁরা। সম্প্রতি জানা গেল, নতুন কয়েকটি কলিং ফিচার নিয়ে এসেছে মেটার মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। এর ফলে হোয়াটসঅ্যাপে কথা বলা বা কল করা এখন আগের চেয়ে আরও উন্নত ও উপভোগ্য হতে চলেছে।
সম্প্রতি নিজেদের অফিশিয়াল ব্লগে নতুন ফিচার সম্পর্কে বিস্তারতি জানিয়েছে হোয়াটসঅ্যাপ। প্রতিদিন তাঁদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ২০০ কোটিরও বেশি কল করা হয় বলে পোস্টে দাবি করা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানাচ্ছে, আসন্ন ছুটির সিজনকে সামনে রেখে ডেস্কটপ ও মোবাইলে নতুন বেশ কয়েকটি কলিং ফিচার নিয়ে এসেছে তাঁরা। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে আরও সহজে যোগাযোগ করতে পারবেন। চলুন তাহলে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক:
গ্রুপে কল করার ক্ষেত্রে নির্দিষ্ট সদস্যদের যুক্ত করার সুযোগ
এতদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে কল করলে কলটি গ্রুপের সকল সদস্যের কাছে পৌঁছে যেত। এতে করে যাদের কলটিতে থাকার প্রয়োজন নেই, কিংবা কলে অংশ নিতে ইচ্ছুক নয়, এমন সদস্যদের কাছেও চলে যেত কলটি। বিষয়টি কিছুটা বিরক্তিকরই বটে। এই সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপ এবার গ্রুপ কলের ক্ষেত্রে নতুন এক অপশন যুক্ত করতে যাচ্ছে। এখন থেকে গ্রুপ কলের ক্ষেত্রে নির্দিষ্ট সদস্যদের সিলেক্ট করার সুযোগ থাকবে। ফলে গ্রুপের কোন কোন সদস্যদের আপনি কলটিতে রাখতে চাচ্ছেন সেটা কল করার সময়ই নির্দিষ্ট করে দিতে পারবেন। অর্থাৎ এখন থেকে গ্রুপের কাউকে উপহার দিতে কিংবা সারপ্রাইজ পার্টি আয়োজনের পরিকল্পনা করতে এখন থেকে একটি গ্রুপ কল-ই যথেষ্ট।
ভিডিও কলে নতুন ইফেক্ট যুক্ত হয়েছে
ব্যবহারকারীদের কাছে ভিডিও কলের অভিজ্ঞতাকে আরও বেশি উপভোগ্য করে তুলতে হোয়াটসঅ্যাপ ১০টি নতুন ইফেক্ট যুক্ত করার কথা জানিয়েছে ব্লগ পোস্টে। নতুন ইফেক্টগুলো ব্যবহার করে ব্যবহারকারীরা সাধারণ একটি ভিডিও কলকে অনেক বেশি মজার করে তুলতে পারবেন। কুকুরছানার মতো কান যুক্ত করা থেকে শুরু করে কখনও পানির নিচে চলে যাওয়া, কিংবা কারাওকে’র জন্য হাতে মাইক্রোফোন ধরিয়ে দেওয়া- নতুন ইফেক্টগুলো এমন বিচিত্র সব অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের।
ডেস্কটপ অ্যাপে কলিং সুবিধা আরও উন্নত করা
হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপে এখন আরও সহজে কল করতে পারবেন ব্যবহারকারীরা। ডেস্কটপ অ্যাপের কলস ট্যাবে এখন থেকে কল করার জন্য প্রয়োজনীয় সকল ফিচার পাওয়া যাবে। কল করা, কলের লিংক তৈরি করা, কিংবা সরাসরি কোনো নাম্বারে ডায়াল করা- এই সবই এখন থেকে অ্যাক্সেস করার যাবে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপের কলস ট্যাবে।
আরও ভালো মানের ভিডিও কলের প্রতিশ্রুতি
ডেস্কটপ কিংবা মোবাইল- যেখান থেকেই কল করুন না কেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের অভিজ্ঞতা এখন আগের চেয়ে অনেক বেশি উন্নত হতে চলেছে। ব্লগ পোস্টে এমনটাই দাবি করেছে হোয়াটসঅ্যাপ। ওয়ান-টু-ওয়ান বা গ্রুপ কলে এখন থেকে উচ্চ রেজোলিউশনে পরিষ্কার ছবি উপভোগের প্রতিশ্রুতি দিচ্ছে অ্যাপটি।
পাশাপাশি কল ড্রপের মতো বিষয়গুলোতে উল্লেখযোগ্য উন্নতি সাধনের মাধ্যমে ভবিষ্যতে আরও উচ্চ মানের প্রাইভেট কলিং সুবিধা প্রদানে তাঁরা বদ্ধপরিকর বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
উল্লেখ্য, বিশ্বের জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং ও কলিং অ্যাপগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। দৈনন্দিন জীবনে কথা বলা ও তাৎক্ষণিক মেসেজ আদানপ্রদানের জন্য অনেকের কাছেই এটি প্রধান মাধ্যম হিসেবে গণ্য। সারা বিশ্বে প্রতি মাসে ২০০ কোটিরও বেশি মানুষ সক্রিয় থাকে মেটার মালিকানাধীন এই অ্যাপটিতে।
Leave a Reply