অন্তর্বর্তী সরকার ও ছাত্র নেতাদের উদ্দেশ করে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ‘নির্বাচনে কালক্ষেপণ করে বিশেষ দলকে ক্ষমতায় আনার চেষ্টা করলে তা মঙ্গলজনক হবে না।’
সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বনানীতে বিজয় র্যালিতে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, ‘ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে— তোমরা হয়তো ১০ বলে ২০ রান করেছো। কিন্তু ১৮০ রান বাংলাদেশের মানুষেরা করেছে গত ১৭ বছরে। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয়, তোমাদের মধ্যে ইচ্ছা আশা-আকাঙ্ক্ষা জেগেছে, তোমরা নির্বাচন করে এই সরকারে থাকবা। আমার কোনও অসুবিধা নাই। তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোনও দলকে ক্ষমতায় আনতে নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ১৭ বছর ভোট দেয় নাই। আমরা জনগণের কথা বলি। তোমরা যদি কোনোভাবে সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে— তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো। আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমরা ভাইয়েরা একটা জিনিস পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগের ১৭ বছর লেগেছে, তোমাদের মাথা খারাপ হতে ১৭ মিনিটও লাগবে না। আমরা তোমাদের সহযোগিতা করতে চাই। আমরা উন্নয়ন মুখী, আমরা সংস্কার মুখী আর তাই নির্বাচন চাই। নির্বাচনমুখী একটা সংস্কার চাই।
ইউনূস সরকারকে উদ্দেশ করে বিজেপি চেয়ারম্যান বলেন, ‘আজকের বক্তব্যে প্রতীয়মান এই সরকার হয়তো আর এক বছর থাকবে। সরকারকে আমরা অনুরোধ করবো— সাধারণ মানুষের কথা চিন্তা করেন। ইউনূস সাহেব, অর্থনীতি আর রাজনীতি এক না। অর্থনীতিতে দুই আর দুই মিলে চার হয়, রাজনীতিতে দুই আর দুই মিলে ২২ হয়।’
পার্থ বলেন, ‘আপনি বা আপনারা উপদেষ্টারা বাজারে গিয়ে দেখেন, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। আমি বলেছিলাম, জনসম্পৃক্ত কিছু উপদেষ্টা রাখুন। আজকে যিনি বাণিজ্য উপদেষ্টা অনেকে তার নামও বলতে পারে না। এভাবে করে আপনি হয়তো থাকতে পারেন, কিন্তু আপনার প্রতি মানুষের ক্ষোভ বেড়ে যাবে।’
‘পলিথিন বন্ধ, হর্ন রোধ— এগুলো এই সরকারের কাজ না’, মন্তব্য করে তিনি বলেন, ‘আপনারা ঠিক করেন আপনারা কী কাজ করবেন। আমরা কথা দিচ্ছি সহযোগিতা করবো।’
Leave a Reply