মানবতার কণ্ঠ ডেস্ক
মুন্সিগঞ্জ লৌহজং উপজেলা স্থানীয় চারজন সাংবাদিক মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন এর সদস্য পদ অর্জন করেছেন।
গতকাল শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি কাজী বিপ্লব হাসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল এর স্বাক্ষরিত চূড়ান্ত সদস্য ডি ফরম নং ৪৩,৪৪,৪৫ ও ৪৬ লৌহজং উপজেলা সাংবাদিক হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি কাজী বিপ্লব হাসান, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ রহমত উল্লাহ ও কার্যকারী সদস্য আনোয়ার হোসেন।
জানা যায় লৌহজং উপজেলা থেকে গত কয়েক মাস আগে মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন কাছে উপজেলা থেকে বেশ কয়েকজন সাংবাদিক সদস্য হওয়ার জন্য আবেদন করেন। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য হিসেবে উপজেলা থেকে চূড়ান্ত সদস্যপথ পেয়েছেন দৈনিক মুন্সিগঞ্জের কাগজের লৌহজং উপজেলা প্রতিনিধি শেখ মোঃ সোহেল রানা,দৈনিক সভ্যতার আলো লৌহজং উপজেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম (সুরুজ) দৈনিক মানবতার কন্ঠ, স্টাফ রিপোর্টের মোঃ জাহিদ হাসান,দৈনিক ভোরের কাগজ,নিউজ রুম এডিটর মোঃ রাকিব শেখ।
উল্লেখ্য সাংবাদিক ইউনিয়নের আদর্শ-উদ্দেশ্যের মধ্যে আছে সাংবাদিকতা পেশায় নিয়োজিত সকল সদস্যের পেশাগত মান উন্নয়ন, সাংবাদিকতা ও সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ, সদস্যদের মজুরী ও চাকরী সংক্রান্ত স্বার্থ সংরক্ষণ, প্রয়োজনীয় ক্ষেত্রে সদস্যদের চাকরি পেতে সাহায্য করা, কোন সাংবাদিক পেশাগত কাজ করতে গিয়ে অসুবিধায় পড়লে তাকে সাহায্য করা সহ আরও অনেক বিষয়।
Leave a Reply