বিশ্ব সাহিত্য কেন্দ্রে গতকাল অনুষ্ঠিত হলো “সূর্য সাংস্কৃতিক অঙ্গন” এর উদ্যোগে একটি অনন্য সাংস্কৃতিক মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান। “নন্দনতত্ত্বে জেগে উঠুক প্রাণ” স্লোগানে সাজানো এ আয়োজন উপস্থাপন করল সাহিত্য ও সংস্কৃতির প্রতি এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন।
অনুষ্ঠানে সূর্য সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক সাকিনা কাইউম, শোয়েব মোঃ কামাল এবং এ. এইচ. রাজু তাদের বক্তব্যে জানান, সংগঠনটি কেবল সাহিত্য ও সংস্কৃতি চর্চায় সীমাবদ্ধ নয়। এটি সমাজসেবামূলক কাজ এবং সদস্যদের আর্থিক উন্নয়নের দিকেও সমান গুরুত্ব দিচ্ছে।অনুষ্ঠানটি স্পন্সর করেছে টরেভিনো ওয়াটার পিউরিফায়ার।
অনুষ্ঠানে গুণী সাহিত্যিক ও সংগঠক পল্লব দাশ, পলক রহমান, পুষ্পেন রায়, আওলাদ হোসেন উজ্জ্বল, ইমরুল বাবু, লিজি আহমেদ, অন্ত মিলন, সুরমা আক্তার, রুনা আহমেদ, কামরুল হক, লাবণ্য সীমা, আব্দুস সালাম সহ প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা সূর্য রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা শিশু-কিশোর লেখকদের ক্রেস্ট ও সনদ প্রদান করেন। পাশাপাশি প্রায় ৫০ জনকে “সূর্যবন্ধু” সম্মাননা স্মারক ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে খুদে গল্পকার রেহনুমা আফরীন মালিহাকে তার চতুর্থ গল্পের বই “মজার মজার মালিহা’র গল্প” বইটির ভূয়সী প্রশংসা করেন এবং ক্রেস্ট-সার্টিফিকেট প্রদান করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নৃত্য, সঙ্গীত ও কাব্যজলসা পরিবেশিত হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
এই আয়োজন নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির প্রতি অনুপ্রাণিত করতে এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply