মানবতার কন্ঠ ডেস্ক: কুমিল্লা জেলার তিতাস উপজেলা থেকে হারিয়ে যাওয়া শিশু জুয়েলকে ৩ দিন পর গজারিয়া থেকে ফিরে পেল তার মা বাবা।
শনিবার রাত ৯ টায় হারিয়ে যাওয়া শিশু জুয়েল কে তার বাবার কাছে হস্তান্তর করে গজারিয়া থানা পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার দুপরে নিজ বাড়ি থেকে শিশুটি হারিয়ে যায়।
উদ্ধার হওয়া শিশু মোঃ জুয়েল (১১) কুমিল্লা জেলার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে। গত শুক্রবার সন্ধায় সোসাল মিডিয়ায় হারানো শিশু ছবি ভাইরাল হলে গজারিয়া থানা পুলিশ অনুসন্ধান চালিয়ে শনিবার ভোরে পাখির মোড় এলাকায় জুয়েল নামের ঘুরাঘুরি করা শিশুটিকে উদ্ধার করে।
পরে গজারিয়া থানা পুলিশের এসআই মোঃ হানিফ তথ্য প্রযুক্তির সহায়তায় শিশুটির পরিচয় সনাক্ত করে। রাত ৯ টায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের উপস্থিতিতে জুয়েল কে তার বাবা আনোয়ার হোসেন এর কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply