নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোনো দূরত্ব নেই। দীর্ঘমেয়াদে পণ্যমূল্য কমাতে রাজনৈতিক সরকারের সদিচ্ছা জরুরি। বাজারের সিন্ডিকেট ভাঙতে আরও বেশি ব্যবসায়ী ও সরবারাহকারীদের বাজারে যুক্ত করার কাজ করছে সরকার।
আজ বুধবার (২০ নভেম্বর) সকালে রাজধানীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রমে আলু বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ফের গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি যাত্রীরা
বাণিজ্য উপদেষ্টা বলেন, সাধারণের নাগালের বাইরে চলে যাওয়া আলুতে স্বস্তি দিতেই ট্রাকসেল কার্যক্রমে যুক্ত করা হয়েছে এই পণ্য। সরাবরাহ বাড়াতে কাজ করছে সরকার। প্রয়োজনে সংকট সমাধানে আমদানি করা হবে দেশের বাইরে থেকে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণমানুষকে রক্ষা করতে নানা পণ্যে শুল্ক প্রত্যাহার অব্যাহত রাখবে এনবিআর। দুই কেজি তেল, ৫ কেজি চাল ও মশুর ডালের সাথে ৩ কেজি আলু বিক্রি শুরু করেছে টিসিবি। যার প্যাকেজ মূল্য ৫৬০ টাকা।
এরআগে গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, বাজার স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে বুধবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply