নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার প্রধান ফটকের সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। ফলে সংস্থাটির কর্মকর্তারা ভেতরে আটকা পড়েছেন। মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে রোববার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে এই কর্মসূচি পালন করছেন তারা।
অবরোধ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বলছেন, পেট্রোবাংলার অধীনস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। আমাদের দাবি দ্রুত যেন মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়।
দাবি আদায় না হলে অনশন কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। তবে এ বিষয়ে পেট্রোবাংলার পক্ষ থেকে এখনও কেউ কোনো মন্তব্য করেননি।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply