গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক ও কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুরের নতুন বাজার ও বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে
নিহত বিলকিছ আক্তার (২৫) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মণ্ডালিয়া পাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী। তিনি গাজীপুর সদর উপজেলার ভবানীপুর গ্রামের ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় জুনিয়র অপারেটর পদে চাকরি করতেন ও গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর গ্রামের নির্মল সরকারের ছেলে নিলয় সরকার। তিনি পুবাইলের ম্যাটসের ১ম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, বিলকিস আক্তার স্থানীয় ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাসট্রিস কারখানায় অপারেটরের কাজ করতেন। সকালে কারখানায় যাওয়ার সময় একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, সকালে নারী শ্রমিক বিলকিছ কর্মস্থলের যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। মাথা পুরোপুরি থেঁতলে যায়। খবর পেয়ে ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনা ঘটনো বাস ও চালককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। এদিকে, সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, সকাল ৭টার দিকে মোটরসাইকেল নিয়ে রাজেন্দ্রপুর যাচ্ছিলেন নিলয়। পথে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply