নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্লবীতে দুই সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাদের বাবার বিরুদ্ধে। এ সময় ওই ব্যক্তি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। পরে ঘাতক বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) পল্লবীর হাজিরটেক এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। শিশু দুটি নাম জানা যায়নি। বড় শিশুটির বয়স সাত ও ছোটটির বয়স পাঁচ বছর। আর ঘাতক বাবার নাম মো.আহাদ (৪০)।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল এসব তথ্য নিশ্চিত করে জানান, আজ শনিবার সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে গলাকেটে হত্যা করা হয়েছে। পরে ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে পুলিশ ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এসআই মাজেদুল আরও বলেন, আমাদের প্রাথমিক ধারণা, ঘাতক বাবা আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলে সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কাটেন। তাদের হত্যা করার পর নিজের গলায় ছুরি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনায় ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply