নিজস্ব প্রতিবেদক:
যুগের সাথে তাল মিলিয়ে ব্যবসায় প্রশাসনে দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্যে ইউনিভার্সিটি অফ স্কলার্স বিবিএ ও এম.বি.এ প্রোগ্রাম অফার করে আসছে।
প্রতি সেমিস্টার সমাপ্তির আনুষ্ঠানিক ধারাবাহিকতায় এবারও ঢাকার গুলশানস্থ একটি স্বনামধন্য রেস্টুরেন্টে বিগত ৮ নভেম্বর ২০২৪ ইং তে ব্যবসায় প্রশাসন বিভাগের এম.বি.এ-এর ১২ (রেগুলার), ১৩ (ইএমবিএ) ও ১৪ (বিবিএ হোল্ডার) তম ব্যাচের উদ্যোগে উৎযাপিত হয়ে গেল হৃদয়গ্রাহী এক বিদায়ী অনুষ্ঠান।
অনুষ্ঠানটিতে ছাত্র-ছাত্রীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ইএমবিএ প্রোগ্রামের ১৩ তম ব্যাচের ছাত্র তাজিম আহমেদ।
বিদায়ী ব্যাচের পক্ষ হতে অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন খালেদুর রহমান তালুকদার, কাজী সাইফুল ইসলাম, কাজী সাইদুল হক, ওমর ফারুক, তৌহিদুল আলম ফাহাদ, তাজিম আহমেদ, মো: তানজিল হাসান ও শেখ খুরশীদ আলম প্রিন্স।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত ভাইস চেয়ারম্যান আরিফুল হক শুহান। । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: মামুনুর রশীদ চৌধুরী, ট্রেজারার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার (অব:)।
এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডীন ও সহযোগী অধ্যাপক রাশেদ চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক এস.এম নাহিদুল ইসলাম ও এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর রেজওয়ান উল হক অভি।
অনুষ্ঠানটিতে আরোও উপস্থিত ছিলেন মু: মকসুদ আলী (সহযোগী অধ্যাপক), সাদিয়া শারমিন (সহকারী অধ্যাপক), ড. মুহাম্মদ আবু হাসনাত (সহকারী অধ্যাপক), ড. মো: সোহেল রানা (সহকারী অধ্যাপক), এইচ এম আতিফ ওয়াফিক (সহকারী অধ্যাপক), উম্মে নুসরাত ঊর্মি (সহকারী অধ্যাপক) ও মো: সজীব মোল্লা (সহকারী অধ্যাপক)। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলীর সাথে উপস্থিত ছিলেন বিবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব নূর-এ-আলম মিশাদ।
প্রথমেই বিদায়ী ব্যাচের পক্ষ হতে আবেগপূর্ণ বক্তব্য রাখেন, শেখ খুরশিদ আলম প্রিন্স, কাজী সাইদুল হক, মোবাশ্বের হোসেন ও মোস্তাক আহমেদ।
এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব রেজওয়ান উল হক অভি শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মৃতিচারণমূলক স্বাগত বক্তব্য প্রদান করেন।
রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার (অব:) বিশ্ববিদ্যালয়টির অ্যালামনাই ও শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সাথে সদা সম্পৃক্ত থেকে এগিয়ে চলার আহ্বান জানান।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: মামুনুর রশীদ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষার্থীদের সম্পর্কের বিষয়ে অত্যন্ত প্রাঞ্জল বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থীদের পেশাগত জীবনে অবদান রেখে বিশ্ববিদ্যালয়টির শ্রেষ্ঠত্ব ধরে রাখার আবেদন ব্যক্ত করেন।
ব্যবসায় প্রশাসন বিভাগের ডীন ও সহযোগী অধ্যাপক রাশেদ চৌধুরী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ব্রান্ড এম্বাসাডর হিসেবে কাজ করে যেতে বলেন ও সময়োপযোগী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক এস.এম নাহিদুল ইসলাম এমবিএ ডিগ্রী অর্জনের পর সমাজের সবার তরে কাজ করার ও আন্তরিকতার মেলবন্ধনে চিরদিন আবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের সাথে সদা সম্পৃক্ত থেকে স্বপ্ন পূরণে লক্ষ্যে এগিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।
বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আরিফুল হক শুহান বিশ্ববিদ্যালয়টির আউট-কাম বেইজড আধুনিক কারিকুলাম, ইন্ডাস্ট্রিয়াল মেন্টরশীপের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি কর্মক্ষেত্রে অর্জিত জ্ঞানের প্রতিফলন ঘটানোর প্রতি আহবান জানান। এছাড়াও তার বক্তব্যের চুম্বক অংশে আসন্ন সমাবর্তন অনুষ্ঠান নিয়ে অভিপ্রায় ব্যক্ত করেন যা অনতিবিলম্বেই উৎযাপিত হতে চলেছে।
অনুষ্ঠানটির সমাপ্তিকালে বিশ্ববিদ্যালয়টির ইএমবিএ প্রোগ্রামের (ব্যাচ:১৩) বিদায়ী ছাত্র কাজী সাইদুল হক সকল শিক্ষকমণ্ডলী ও এমবিএ শিক্ষার্থীদের মাঝে তার পক্ষ হতে আকর্ষণীয় শুভেচ্ছা উপহার তুলে দেন। পরিশেষে ক্রেষ্ট বিতরণ ও আপ্যায়ন পরবর্তী অত্যন্ত স্মরণীয় মুহূর্তে এমবিএ প্রোগ্রামের বিদায়ী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
Leave a Reply