মো. তৌহিদ। বর্তমানে যিনি গ্যাঞ্জাম ভাই হিসেবে সমধিক পরিচিত। ছোটবেলা থেকেই কমেডির প্রতি ছিলো বিশেষ ঝোঁক। বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের কমেডি শো দেখা ছিলো যার হবি। এভাবে কমেডি শো দেখতে দেখতে এর প্রতি আগ্রহ বাড়তে থাকে এবং তারই প্রেক্ষিতে সে ২০১২ সাথে বাংলাদেশের সবচাইতে বড় কমেডি রিয়েলিটি শো এনটিভি হা-শো তে অংশগ্রহণ করেন। সেই থেকে পথ চলা শুরু।
এর পর দেশের গন্ডি পেরিয়ে পাশ্ববর্তী দেশে অনুষ্ঠিত দুই বাংলার জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো মীরাক্কেলে প্রতিযোগিতার খাতায় নাম লিখান এবং তাতে সফল হোন। ২০১৪ সাথে ছিলো মীরাক্কেলের ৮ম আসর। ১০ বছর পেরিয়ে গেছে। এখনও মানুষ তাকে মীরাক্কেলের তৌহিদ হিসেবে চেনেন। তবে তার সাথে আরেকটা পরিচয় এখন যুক্ত হয়েছে। তা হচ্ছে- কন্টেন্ট ক্রিয়েটর।
মীরাক্কেল থেকে ফেরার পর তৌহিদ অনেক টিভি শো, রেডিও শো, বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে কন্টেন্ট প্রোভাইডার হিসেবে কাজ করেছেন কিন্তু তার মতে, কমেডিয়ানদের মাথায় সবসময় আজগবি চিন্তা ভাবনা উঁকিঝুকি মারে। তার প্রতিফলন যদি কোন প্লাটফর্মে দেখা যায় তবে মন্দ হয় না। তার মধ্যে সেই প্লাটফর্ম টা যদি নিজের হয় তাহলে তো কথা-ই নেই।
এমন চিন্তা থেকেই নিজের পেইজ খোলা। পেইজের নামটা একটু অদ্ভুত- Genjam Bhai গ্যাঞ্জাম ভাই।
এমন অদ্ভুত নামকরণের কারণ জানতে চাইলে তৌহিদ জানান, মীরাক্কেলে তার একটা পপুলার ক্যারেক্টার ছিলো যার নাম গ্যাঞ্জাম ভাই। ওখান থেকেই সবাই তাকে গ্যাঞ্জাম ভাই বলে ডাকতো। তাই সেই নামটা ধরে রাখতেই এমন নাম করণ।
সখের বশে চ্যানেলটা খুললেও কন্টেন্ট গুলোতে অভূতপূর্ব সাড়া পাওয়াতে দায়িত্ব নিয়ে এবার আটঘাট বেঁধে কন্টেন্ট বানাচ্ছেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে সে কন্টেন্ট ক্রিয়েশনে কেন ঝুকলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- মানুষের ভালো লাগা অর্থাৎ প্যাশন যদি প্রফেশন হয় তাহলে সেই কাজ করতে কষ্ট কম লাগে আর গন্তব্যে পৌছতেও সময় কম লাগে।
তার চ্যানেল ও পেইজ ঘুরলে দেখা যায় বিভিন্ন ভাইরাল কন্টেন্টের স্রষ্টা এই Genjam Bhai.
তিনি সমসাময়িক ইস্যু নিয়ে যেমন কন্টেন্ট বানান, তেমনি সামাজিক অসঙ্গতিগুলো তুলে ধরেন হাস্য রসাত্মকভাবে। তার কাছে তার লক্ষ্য জানতে চাইলে তিনি বলেন- বাংলাদেশে কমেডি ক্যাটাগরিতে নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তিনি আর সে লক্ষ্যেই তিনি নিরলস পরিশ্রম করে এগিয়ে যাচ্ছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।
উল্লেখ্য, তার Genjam Bhai পেইজের বর্তমান ফলোয়ার ৭৭ হাজার। তার বিনোদনধর্মী কন্টেন্ট গুলো উপভোগ করতে তার পেইজটি ফলো দিতে পারেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply