আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের প্রতিরোধে পিছু হটেছে ইসরায়েল। ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের ড্রোনগুলো আকাশেই ধ্বংস করে দেওয়ার দাবি করেছে। এরই মধ্যে ইরানে হামলা শেষ হয়েছে বলে ঘোষণা করেছে ইসরায়েল। খবর বিবিসির।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলের ওপর ইরানের হামলার জবাব দেওয়া ‘সম্পূর্ণ’ হয়েছে। আমরা ইরানে সামরিক লক্ষ্যবস্তুগুলোতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছি।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ইরান যদি পাল্টা হামলা চালায়, তাহলে ইসরায়েল কঠিন প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।
এদিকে ইরান জানিয়েছে, তারা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। ইসরায়েলের ড্রোনগুলো আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।
এর আগে, শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরান ও পাশের কারাজ শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় চালু করা হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ইসরায়েলি হামলার পর ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, দেশটির প্রতিরক্ষা বাহিনী তেহরানের আশপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে। এ ছাড়া কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের অন্য একটি সংবাদমাধ্যমে বলা হয়, তেহরান ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।
গত ১ অক্টোবর ইসরায়েলে ইরানের হামলার কয়েক সপ্তাহ পরে পাল্টা হামলা করল ইসরায়েল। গাজা ও লেবাননে ইসরায়েলের অমানবিক হামলা এবং হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply