আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের তেল আবিবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে বেন গুরিওন বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের তেল আবিবের উপকণ্ঠে নিরিত এলাকায় বোমা হামলা চালিয়েছে। এতে করে বিশাল বিস্ফোরণ ঘটেছে। এতে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে এরপরেই তেল আবিবে জরুরি অবস্থা জারির খবর এলো।
এ ছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। একাধিক ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, হামলায় অন্তত একজন আহত হয়েছে। সেইসঙ্গে একটি আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল জাজিরা বলছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে, তেল আবিবে এবং কেন্দ্রীয় অঞ্চলে আজ সকালে মাঝারি পাল্লার রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply