বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানী। সিনেমায় অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যে তিনি উপস্থাপনাও করে থাকনে। পাঁচ বছর পর আবারো উপস্থাপনা শুরু করেছেন তিনি। পাঁচ বছর আগে এটিএন বাংলায় প্রচারিত কায়সার আহমেদ পরিচালিত ‘জোশ আড্ডা উইথ ওমর সানী’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন। আর এই অনুষ্ঠানের উপস্থাপনার মধ্যদিয়েই উপস্থাপক হিসেবে ওমর সানীর যাত্রা শুরু হয়েছিলো। এরপর মাঝে কেটে গেলো পাঁচ বছর। অভিনয় আর রেস্টুরেন্ট ব্যবসা নিয়েই কেটেছে তার সময়। আবারো উপস্থাপনার কাজ শুরু করলেন। চ্যানেল আইতে ওমর সানীর উপস্থাপনায় শুরু হতে যাচ্ছেন নতুন গল্প, আড্ডার অনুষ্ঠান ‘তাহার সাথে মনের কথা’। ওমরসানী জানান এরইমধ্যে এই অনুষ্ঠানের বেশ কয়েকটি পর্বের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। আরো কয়েকটি পর্ব রেকর্ডিং শেষে শিগগিরই চ্যানেলে আইতে প্রচার শুরু হবে ওমর সানীর উপস্থাপনায় ‘তাহার সাথে মনের কথা’ অনুষ্ঠানটি। ওমর সানী বলেন, চলচ্চিত্রাঙ্গনে আমি ও মৌসুমী শ্রদ্ধেয় ফরিদুর রেজা সাগর ভাইকে অভিভাবক মানি। এটা সত্যি যে তার সামনে গেলে আমার যে কী হয় আমি নিজেও জানিনা। তো তার কাছেই কিছুদিন আগে আমার ইচ্ছের কথা প্রকাশ করলাম। তো কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে ফোন করে তিনি আমাকে সুমনের সঙ্গে যোগাযোগ করে চ্যানেল আইয়ের জন্য একটি অনুষ্ঠান উপস্থ্পানার কাজ শুরু করতে বললেন। অনুষ্ঠানের নাম কী হবে তা নিয়ে মৌসুমীর সঙ্গে আলোচনা করি। মৌসুমীই অনুষ্ঠানের নামকরণ করেছে তাহার সাথে মনের কথা। আমার এবং অনুষ্ঠান সংশ্লিষ্ট যারা তাদের সবারই ভালোলাগলো নামটি। ব্যস রেকর্ডিং শুরু হয়েগেলো। এই অনুষ্ঠানে চলচ্চিত্র, নাটক, সঙ্গীতাঙ্গনের শিল্পীরাসহ দেশের নানান অঙ্গনের ব্যক্তিরা থাকবেন। একটি বা দু’টি নির্দিষ্ট সেক্টরের ব্যক্তিরা থাকবেন, এমনটি নয়। গল্প আড্ডায় প্রেম, ভালোবাসা, পরিবারের গল্প উঠে আসার পাশাপাশি কষ্টের কথা সংগ্রামের কথাও উঠে আসবে। তবে ভাইলাল হবার জন্য কাউকে কোনোভাবেই বিব্রত করা হবেনা। মূলকথা যারাই আসবেন এই অনুষ্ঠানে যেন এই অনুষ্ঠানের মায়ায় পড়ে যান সেই চেষ্টাই থাকবে আমার। ধন্যবাদ সাগর ভাইকে আমাকে এমন গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানের দায়িত্ব দেবার জন্য। আমি চেষ্টা করছি প্রতিটি পর্বই যেন দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠে সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার। সেহাঙ্গেল বিপ্লবের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘তাহার সাথে মনের কথা’ অনুষ্ঠানটি। এদিকে আপাতত নতুন কোনো সিনেমার কাজ শুরু করেননি ওমর সানী। ওমর সানী বলেন, প্রতিদিনই ঘুম থেকে উঠে এমনটা ভাবি যে আজ হয়তো একটি খুব ভালো গল্পের সিনেমায় কাজ করার প্রস্তাব আসবে। এমনটা ভেবে ভেবেই দিন কেটে যায়। আবার ঘুমিয়ে যাই। আবার সকাল হয়, আবার স্বপ্ন দেখি।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply