গতকাল সন্ধ্যায় ঢাকার অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলে ফায়ার স্পিনিং শো করে বাংলাদেশের অন্যতম ফায়ার স্পিনিং টীম ফায়ার ফ্লেম।
চমকপ্রদ এই গেম শো উপভোগ করেন হাতিরঝিলে ঘুরতে আসা নগরবাসী। অনেকেই ফায়ার স্পিনিং প্রথমবারের মতো দেখে মুগ্ধ হন।
হাতিরঝিলে ঘুরতে আসা অনেকেই জানান নিয়োমিত সাংস্কৃতিক কার্যক্রম থাকা খুব প্রয়োজন। যেন ঘুরতে আসা সকলেই কিছু বিনোদন পায়।
ফায়ার ফ্লেম এর ৩ জন ফায়ার স্পিনার ফজলুল হক সাকি, ইয়াসিন বিশ্বাস হৃদয় ও হুমায়ূন কবির পারফর্মেন্স করেন। টীমের কর্নধার ফজলুল হক সাকি বলেন, ঢাকায় অনেক বিনোদন স্পট, পার্ক বা উন্মুক্ত স্থান রয়েছে। সেগুলোতে বিশেষ করে শুক্রবার ও শনিবার নগরবাসী ছুটে যান কিছুটা স্বস্তি ও বিনোদনের জন্য।
কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে, সেখানে তেমন কোন বিনোদনের ব্যবস্থা থাকেনা। বিদেশে যেমন স্ট্রিট শো হয়। কিন্তু বাংলাদেশে হয় না। তাই নগরবাসীকে কিছুটা বিনোদন দিতেই আমরা উন্মুক্ত ফায়ার স্পিনিং শো এর আয়োজন করি। আশাকরি পর্যায়ক্রমে বিভিন্ন স্পটে ফায়ার ফ্লেম পারফর্ম করবে।
Leave a Reply