বিনোদন প্রতিবেদক: বাংলাদেশে খ্যাতিমান শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর। একের ভেতরে অনেক গুণ তাঁর। তিনি একাধারে সাংবাদিক, প্রযোজক, উপস্থাপক এবং লেখক। সব বিষয়ে লিখলেও ছোটদের লেখক হিসেবে আলাদা পরিচিতি পেয়েছেন । তার লেখা ছোটকাকু সিরিজ ছোটদের কাছে তো বটেই বড়দেরও প্রিয়। তাঁর বাবা ফজলুল হক ছিলেন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক। মা প্রখ্যাত লেখক রাবেয়া খাতুন। ফরিদুর রেজা সাগরের লেখা ছোটদের জন্য মায়রা-মায়রন সিরিজের প্রথম বই ‘বেড়াল ও দুইজন শিশু’ প্রকাশ হয়েছে। প্রকাশ করেছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। এই বইটি প্রকাশের মাধ্যমে রাবেয়া খাতুন ফাউন্ডেশন প্রকাশনা জগতে প্রবেশ করল। বইটিতে চমৎকার ছবি এঁকেছেন ইশরাত জাহান শাইরা। বইটি ছোটদের পাশাপাশি বড়দেরও ভালো লাগবে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply